ঢাকায় বাংলাদেশ-ভারত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক শুরু
- By Jamini Roy --
- 09 December, 2024
আজ সোমবার, ৯ ডিসেম্বর, বেলা ১১টায় ঢাকা থেকে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় শুরু হয়েছে বাংলাদেশ-ভারত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক (এফওসি)। বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্র সচিব জসীম উদ্দিন এবং ভারতের পক্ষ থেকে নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি।
এই বৈঠকে চলমান রাজনৈতিক পরিবর্তনের পর দুই দেশের কূটনৈতিক সম্পর্কের উত্তরণ নিয়ে আলোচনা হবে। বিশেষ করে ভারতের গণমাধ্যমের বাংলাদেশবিরোধী অপপ্রচার, ভারতে বাংলাদেশ মিশনের নিরাপত্তা, সীমান্ত হত্যার ঘটনা, পানিবণ্টন, নিত্যপণ্য আমদানি এবং ভিসা ইস্যু নিয়ে কথা হবে। এফওসিতে দুই পক্ষের সম্মতিতে আলোচনা তালিকা তৈরি হয়, যেখানে বাণিজ্য, কানেক্টিভিটি, সীমান্ত এবং পানি বিষয়গুলোও অন্তর্ভুক্ত রয়েছে।
২০১৯ সালের পর এই প্রথম ভারতীয় একটি উচ্চ পর্যায়ের কূটনৈতিক প্রতিনিধি দল ঢাকায় এসেছে, যা ৫ আগস্টের পট পরিবর্তনের পর প্রথম। এই বৈঠকটি দুই দেশের মধ্যে সম্পর্কের উত্তরণে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। বিক্রম মিশ্রি সকালে ঢাকায় পৌঁছেছেন এবং বিকেল সাড়ে ৩টায় পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করবেন। পরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে ঢাকা ত্যাগ করবেন তিনি।
গত নভেম্বরে দিল্লিতে এফওসি বৈঠক হয়েছিল, যেখানে নেতৃত্ব দেন তৎকালীন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ও ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রা। এক বছরের ব্যবধানে দুই দেশের পররাষ্ট্র সচিব পরিবর্তন হয়েছে। এবার বৈঠকে যোগ দিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন ও ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি।
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের মতে, এই বৈঠকের মধ্য দিয়ে দুই দেশের মধ্যে টানাপোড়েন অনেকটা প্রশমিত হতে পারে।